বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে স্বাধীন তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার (৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তামিম বলেন, জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সেগুলো সবই গুরুতর। এসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়।
তিনি লেখেন, শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যে কোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী, কারো প্রতিই এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তামিম বলেন, বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে ঠিকই, তবে বিষয়টির সুষ্ঠু তদন্তের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি–সংশ্লিষ্ট কেউ থাকবেন না। “যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে,”— যোগ করেন তিনি।
তামিম আরও লেখেন, যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে–ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
নারী ক্রিকেটারদের উদ্দেশে তামিম আহ্বান জানান, যারা নানা সময়ে এসব ঘটনার শিকার হয়েছেন। সেটা সরাসরি হোক বা আকারে–ইঙ্গিতে। সবাই মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন। দেশের ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনের স্বার্থে, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা প্রয়োজন।
তামিম সতর্ক করে বলেন, জাহানারার অভিযোগের প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা যদি না নেওয়া যায়, ন্যায়বিচার নিশ্চিত না করা যায়, তাহলে ভবিষ্যতে কোনো মেয়ে ক্রিকেট বা যে কোনো খেলায় আসতে ভয় পাবে, খেলাকে পেশা হিসেবে বেছে নিতে পিছপা হবে। আমরা সেটা হতে দিতে পারি না।