বুন্দেসলিগায় কোয়ার্টার–ফাইনালে, ফ্রেইবার্গের কাছে ২–১ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখ। এ পরাজয়ে জার্মান কাপ থেকে বিদায় নিয়েছে রেকর্ড চ্যাম্পিয়ানরা।
আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার(৪ এপ্রিল) রাতে শুরুতেই এগিয়ে যায় বায়ার্ন। ১৯ মিনিটে দায়োত উপেমেকানোর গোলে এগিয়ে যায় ফরাসি পরাশক্তিরা। তবে এর ৮ মিনিট পরেই নিকোলাস হেফলারের গোলে সমতা নিয়ে প্রথমার্ধ্ব শেষ করে ফ্রেইবার্গ। বিরতির পরও আক্রমণে এগিয়ে ছিল বায়ার্ন। ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত আর কোনো গোলের দেখা পায়নি দু‘দল। শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বায়ার্নের ডি–বক্সে জামাল মুসিয়ালার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। শেষে লুকাস হুলার সফল স্পট কিকে, বিদায় নেয় বায়ার্ন।
এর মাঝেই যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বায়ার্নের ডি–বক্সে জামাল মুসিয়ালার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে ফেভারিটদের বিদায় করে দেন জার্মান ফরোয়ার্ড লুকাস হুলা।
গত শনিবার বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে বুন্ডেসলিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করে বায়ার্ন, দলটির ডাগআউটে দারুণ অভিষেক হয় টমাস টুখেলের। তিন দিন যেতেই মুদ্রার উল্টো পিঠ দেখে ফেলতে হলো তাকে।
আগামী শনিবার লিগে আবার ফ্রেইবুর্কের মুখোমুখি হতে যাচ্ছে বায়ার্ন। আর তার তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার–ফাইনালে তারা খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।
যূথী/দীপ্ত সংবাদ