মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে করা আপিল আবেদনের ওপর আসামিপক্ষের আইনজীবীর শুনানি শেষ হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টার কিছু আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। আসামিপক্ষের আইনজীবীর শিশির মনিরের উপস্থাপনা শেষ হয় পৌনে ১১টায়।
শুনানিতে শিশির মনির বলেন, ‘আল্লাহর রহমতে উনি (আজহারুল ইসলাম) এখনো জীবিত আছেন, তাই আমরা আদালতের সামনে দাঁড়িয়ে ন্যায়বিচার চাইতে পেরেছি। আগের শুনানিতে আমাদের বক্তব্য উপস্থাপন করার সুযোগ হয়নি, এবার আমরা বলতে পেরেছি।‘ তিনি সুপ্রিম কোর্টের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
আসামিপক্ষের আইনজীবী শিশির মনিরকে সহায়তা করেন অ্যাডভোকেট রায়হান উদ্দিন, ব্যারিস্টার নাজিব মোমেনসহ আরও কয়েকজন আইনজীবী।
রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শুনানিতে অংশ নিচ্ছেন।
শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এবং নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে রংপুরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রদান করে। এই রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আপিল করেন।