বাংলাদেশ চিলড্রেন ফিল্ম সোসাইটি , 𝐒𝐇𝐎𝐌 (Spouse Head of Mission) এবং ঢাকাস্থ জাপান দূতাবাসের যৌথ উদ্যোগে সম্প্রতি অভিজাত্রিক স্কুলের শিক্ষার্থীদের জন্য জাপানি শিশুদের চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ এই আয়োজনে উপস্থিত ছিলেন এলিয়ান আলকান্তারা ফেরেস (ব্রাজিল), হাজা সাত সেক (সেনেগাল), পাওলা বেলফিওর (ইতালি) এবং তমোমি ইওয়ামা (জাপান)। এছাড়া, জাপান দূতাবাসের কাজি বুশরা আহমেদ তিথি এবং বাংলাদেশের শিশু চলচ্চিত্র উৎসবের প্রতিনিধি রায়িদ মোরশেদ ও মো. শাহারিয়ার আল মামুনও অনুষ্ঠানে যোগ দেন।
শিক্ষার্থীরা চারটি পুরস্কারপ্রাপ্ত জাপানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উপভোগ করে। প্রদর্শনীর পর শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা এবং শেখা বিষয়গুলো নিয়ে আলোচনা করে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে চকলেট ও ব্লক প্রিন্ট করা সুন্দর ব্যাগে উপহার তুলে দেয়া হয়। শিক্ষার্থীরাও কৃতজ্ঞতা স্বরূপ অতিথিদের হাতে তৈরি কার্ড উপহার দেয়।
অভিজাত্রিক স্কুল কর্তৃপক্ষ এমন উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে জানতে সহায়ক হবে।