যুক্তরাষ্ট্রে ২২ বছর আগে ইয়া ইয়া নামের একটি পাণ্ডাকে চীনের তরফ থেকে কূটনৈতিক উপহার হিসেবে পাঠানো হয়। তবে সেখানে ঠিকমত দেখভাল না হওয়ায়, সম্প্রতি পাণ্ডাটিকে দেশে ফিরিয়ে আনে চীনা সরকার।
টেলিভিশনে ইয়া ইয়াকে দেখে আপেল গাছের তিন হাজার ডাল দিয়ে পান্ডার ভাস্কর্য তৈরি করেছেন চীনের এক শিল্পী। এর ছবি গণমাধ্যমে সাড়া ফেলেছে।
টেলিভিশনে পান্ডাকে দেখে এর ভাস্কর্য তৈরির ধারণা আসে চীনের শিল্পী লিউ ফেই‘র মাথায়। বিশাল ভাস্কর্যটি তৈরি করেন তিনি আপেল গাছের ডাল পালা দিয়ে।
শিল্পী লিউ ফেই বলেন, ‘আমি ফেব্রুয়ারি মাসে পাণ্ডাটির নানা খবর দেখি। খুব মায়া লাগে। এখানে আপেল গাছ বেছে নেয়ার কারণ এই ফলটি শান্তি ও সুস্থতার বার্তা দেয়।‘
লিউ ফেই আরও বলেন, ‘এর আগে আমি কখনও গাছের ডালপালা নিয়ে কাজ করিনি। তাই ভাস্কর্যটির আকার দিতে বেশ কষ্ট হয়েছে। এটি তৈরিতে ১০ দিনের বেশি সময় লেগেছে।‘
এরইমধ্যে ভাস্কর্যটি কিনতে কয়েক হাজার চাইনিজ ইউয়ান দাম উঠলেও এটা বিক্রিতে আগ্রহী নন লিউ।
আফ/দীপ্ত সংবাদ