১৫
চীন সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই প্রথমবারের মতো বিদেশ সফর করছেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে পুতিন ও তার সফরসঙ্গীরা বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাকে অভ্যর্থনা জানান চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।
বুধবার চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন পুতিন।
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের দশম বর্ষপূর্তি উপলক্ষে বেইজিংয়ে একটি সম্মেলন আয়োজন করেছে চীন।
দুই দিনের এই সম্মেলনের প্রধান অতিথি রুশ প্রেসিডেন্ট।
এসএ/দীপ্ত নিউজ