নারায়ণঞ্জ চাষারা কাউন্ট ডাউন মাঠে বঙ্গবন্ধু ৬ দফা ডিক্লার করেছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি সেখানে একটি পার্মানেন্ট স্টেইজ নির্মিত হবে, কর্নার থাকবে, খেলার মাঠ ও বসার জায়গা থাকবে বলে জানিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান।
নারায়ণগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে আয়োাজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
শুক্রবার (১ মার্চ) রাতে আজমান টপস্প্রিড গার্মেন্টসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুক্তার হোসেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক ওবায়দুল্লা রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিবি এর পরিচালক তানভীর আহমেদ টিটু, সংগঠনের উপদেষ্টা আহাম্মেদ মাহাতাব উদ্দিন, দেলোয়ার হোসেন, হানিফ মিয়া ও জজ মিয়া।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র সহ–সভাপতি শফিকুল ইসলাম, সহ–সাধারণ সম্পাদক শাহীন, সহ–সাধারণ সম্পাদক শাজাহান, কোষাধক্ষ্য গাজী মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনসহ নারায়ণগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ।
মাহাবুব/এসএ/দীপ্ত সংবাদ