চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং–এর সক্রিয় পাঁচ সদস্যকে দেশীয় ধারাল অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব ।
রবিবার (১৭ মার্চ) মধ্যরাতে বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো মোঃ আরিফ হোসেন, মোঃ সাগর, মোঃ সুমন, মোঃ কামরুল, মোঃ ইয়াছিন মিয়া।
র্যাব জানায়, কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিয়েছে এমন গোপন সংবাদের ভিওিতে নগরীর বায়েজিদ এলাকার আমিন কলোনীতে অভিযান পরিচালনা করে পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী এবং চাঁদপুর জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯ টি মামলার তথ্য পাওয়া যায়।
আরও পড়ুন: ফেনীতে আল্লাহ তাআলার ৯৯ নাম সম্বলিত ইসলামিক ভাস্কর্যের উদ্বোধন
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামীসহ শহরের বিভিন্ন এলাকায় রাত্রীকালীন সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে চাঁদাবাজি, ছিনতাইসহ ডাকাতি করে। এছাড়া তারা বিভিন্ন সময়ে অন্য সাধারণ কিশোরদের মারধর, হত্যার হুমকি প্রদান, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করে আসছিল।
র্যাব আরও জানায়, আটককৃতদের বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।
রুনা আনসারী/এসএ/দীপ্ত সংবাদ