বন্দরনগরী চট্টগ্রামে যাত্রা শুরু করল ‘স্টার সিনেপ্লেক্স’। চকবাজারের বালি আর্কেড শপিং কমপ্লেক্সে এর উদ্বোধন করা হয়। মনোরম পরিবেশে ছবি দেখার সুযোগ নিশ্চিত করতেই এই আয়োজন বলে জানিয়েছ কর্তৃপক্ষ।
সর্বাধুনিক প্রযুক্তি, বিশাল পর্দা, মনোরম পরিবেশসহ বিশ্বমানের সিনেমা হলের সব সুযোগ-সুবিধা থাকছে স্টার সিনেপ্লেক্সে। বৃহস্পতিবার ষষ্ঠ এই শাখার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন চলচ্চিত্রাঙ্গনের আলোচিত দম্পতি রাজ ও পরীমনি। অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন- এ ধরনের মাল্টিপ্লেক্স সিনেমা হল চলচ্চিত্র শিল্পে আশার সঞ্চার করছে।
দর্শকদের রুচি ও মননের কথা বিবেচনায় নিয়ে স্টার সিনেপ্লেক্স এগিয়ে যাচ্ছে বলে জানান এর চেয়ারম্যান। সিনেমা দেখার অত্যাধুনিক এই আয়োজনে উচ্ছ্বসিত চট্টগ্রামের দর্শকরা।
২০০৪ সালে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। ঢাকায় এর পাঁচটি শাখা রয়েছে।