সাধারণত ঘরের মাঠে খেলা হলে দর্শকদের ভিড়ে কানায় কানায় পূর্ণ থাকে স্টেডিয়াম। এবার দেখা গেছে ভিন্ন চিত্র। মিরপুরে প্রথম ম্যাচে গ্যালারি ছিল ফাঁকাই। তবে দ্বিতীয় ম্যাচটি শুক্রবারে হওয়ায় শেষদিকে গ্যালারি পূর্ণ হয়েছিল। কিন্তু সাগরিকার এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট বুথগুলো একদমই ফাঁকা। মাইকিং করে টিকিট কেনার আহ্বান করছে সংশ্লিষ্টরা।
২০১৪ সালের পর প্রথমবারের মতো দেশের মাটিতে কোনো সিরিজের সব ম্যাচে হারের শঙ্কায় পড়ে গেছেন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তবে এদিন মাঠে দর্শক উপস্থিতি নেই বললেই চলে। পুরো স্টেডিয়ামে ২০০ জন দর্শকও নেই। বলা যায় দর্শকের আকাল। বিপিএলেও দর্শক ছিল না চট্টগ্রাম পর্বে। কী হলো! ভক্তরা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে সেখানে?
বাধ্য হয়ে মাইকিং করে টিকিট কেনার আহ্বান করছে সংশ্লিষ্টরা। কিন্তু তাতেও খুব একটা সাড়া মিলছে না। সংশ্লিষ্টরা মনে করছেন, সিরিজ হেরে যাওয়ায় দর্শকদের আগ্রহ কমে গেছে। শুধুই হারেনি, বলা যায় সেই দুটো ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছিল টাইগাররা। ফলে শেষ ম্যাচটিকে গুরুত্বহীন মনে করছেন সাধারণ ক্রিকেট প্রেমীরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ওয়েস্টার্ন গ্যালারির টিকিট সর্বনিম্ন ২০০ টাকা রাখা হয়েছে। ইস্টার্ন গ্যালারির টিকিট ৩০০, ক্লাব হাউজ ৫০০, আন্তর্জাতিক গ্যালারি ১০০০, গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০ ও রুফটপ টিকিট ১৫০০ টাকা।
আল/দীপ্ত