বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

চট্টগ্রাম বন্দরে পাখির খাদ্যের আড়ালে এলো ২৫ টন নিষিদ্ধ পপি সিড

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা দুই কনটেইনারভর্তি ২৪ হাজার ৯৬০ কেজি (প্রায় ২৫ টন) নিষিদ্ধ পপি সিড আটক করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ।

পাকিস্তান থেকে ৯ অক্টোবর চট্টগ্রাম বন্দরে আসে পণ্যচালানটি। পরে তা নেয়া হয় ছাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেডের অফডকে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা কোরবানিগঞ্জের মেসার্স আদিব ট্রেডিংয়ের নামে আসা চালানটি আটক করে।

কাস্টম হাউসের ডেপুটি কমিশনার এইচএম কবির জানায়, চালানটির ঘোষিত মূল্য ছিল ৩০ লাখ ২ হাজার ৪৮২ টাকা। কিন্তু কায়িক পরীক্ষায় পাওয়া পণ্যের প্রকৃত বাজারমূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা।

কাস্টম হাউস জানায়, গত ১৪ অক্টোবর হালিশহরের শান্তিবাগ এলাকার সিঅ্যান্ডএফ এজেন্ট এমএইচ ট্রেডিং পণ্য খালাসের জন্য বিল অব এন্ট্রি দাখিল করে। পরে চালানটি স্থগিত রেখে ২২ অক্টোবর ডিপো কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে কায়িক পরীক্ষা করা হয়। এ সময় কনটেইনারের সামনে বার্ড ফুড সাজিয়ে রাখা থাকলেও ভেতরে পাওয়া যায় ২৪ হাজার ৯৬০ কেজি পপি সিড।

পরবর্তীতে নমুনা পরীক্ষার জন্য উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ল্যাবে পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদনে পণ্যটি পপি সিড বলে নিশ্চিত করা হয়।

কাস্টমস জানায়, অঙ্কুরোদগম উপযোগী পপি সিড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ‘ক’ শ্রেণির মাদক হিসেবে বিবেচিত। এছাড়া, আমদানি নীতি আদেশ ২০২১–২৪ অনুযায়ী এটি নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে। ফলে মিথ্যা ঘোষণার মাধ্যমে আমদানি করায় কাস্টমস আইন ২০২৩ অনুসারে চালানটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More