ঘূর্ণিঝড় মোখার আঘাতে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। বুধবার (১৭ মে) সংবাদমাধ্যম সিএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি রবিবার (১৪ মে) মিয়ানমারে আঘাত হানে। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটারের বেশি।
সিএনএ জানায়, নির্যাতিত রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু–অধ্যুষিত রাখাইন রাজ্যে গ্রামগুলোতে কমপক্ষে ৪৬ জন মারা গেছেন। মিয়ানমারের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআরটিভি জানায়, রাখাইনের রাজধানী সিত্তওয়ের উত্তরে রাথেদাউং টাউনশিপের একটি গ্রামে একটি মঠধসে ১৩ জন নিহত হয়েছেন। পার্শ্ববর্তী গ্রামে একটি ভবনধসে এক নারী নিহত হয়েছেন।
সিত্তওয়ের কাছে বু মা গ্রামের প্রধান কার্লো বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছে।
মিয়ানমারের সামরিক সরকারবিরোধী জাতীয় জোট সরকারের মানবাধিকার মন্ত্রণালয়ের উপদেষ্টা অং কিয়াও মো টুইটারে বলেন, ‘শুধু সিত্তে শহরেই মৃতের সংখ্যা ৪০০।‘ তিনি বিধ্বস্ত ভবনের ভিডিও পোস্ট করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
এফএম/দীপ্ত নিউজ