উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে ঐতিহ্যবাহী রংধনু মডেল স্কুলে ডিজিটাল হাজিরা পাঞ্চ কার্ডের বুধ স্থাপন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ৮টায় শাহজাদপুর পৌর শহরে দ্বারিয়াপুরে এ ডিজিটাল হাজিরা পাঞ্চ কার্ডের শুভ উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড.মোঃ শাহ্ আজম। ফলে উপজেলার প্রথম ডিজিটাল স্মার্ট বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করলো রংধনু মডেল স্কুল।
এই কার্ডের সুবিধা হলো, কার্ড পাঞ্চ করার সাথে সাথে ডাটা উঠে যাচ্ছে হাজিরা শিটে। সেইসঙ্গে একটি ম্যাসেজ চলে যাচ্ছে শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইল ফোনে।মোবাইল মেসেজের মাধ্যমে অভিভাবকরা নিশ্চিত হতে পারছেন তাদের ছেলে মেয়েরা স্কুলে কখন যাচ্ছে, কখন স্কুল থেকে বের হচ্ছে। এছাড়াও এই পাঞ্চ কার্ডের বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা, অনলাইনে বেতন, ডিজিটাল ক্লাস, পরীক্ষা ফি গ্রহণসহ অন্যান্য যাবতীয় কার্যক্রম করা যাবে। এদিকে সন্তানকে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পারবে অভিভাবকরা। এমন উদ্দ্যেগকে স্বাগত জানিয়েছেন অনেকে ।
এদিকে অভিভাবকরা বলছে, ডিজিটাল হাজিরা কার্ডের মাধ্যমে মোবাইল ম্যাসেজে আমরা জানতে পারছি ছেলে মেয়েরা ঠিকমত স্কুলে পোঁছালো কিনা; তাদের অবস্থান সর্ম্পকে জানা যাবে ।
রংধনু মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম জানান, আইডি কার্ড পাঞ্চ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ করতে হবে এতে করে উপস্থিতির হার অনেক বাড়বে। স্মার্ট বিদ্যালয়ের সব সুযোগ সুবিধা শিক্ষক শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী। এছাড়া রংধনু মডেল স্কুলের হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মন্ডলীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকে রংধনু মডেল স্কুল শাহজাদপুরে শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে। প্রতি বছর রংধনু মডেল স্কুলের শিক্ষার্থীরা এসএসসিতে উল্লেখযোগ্য ফলাফলের মাধ্যমে দেশসেরা কলেজগুলোতে স্থান করে নিচ্ছে।
সিরাজুল/ আল/ দীপ্ত সংবাদ