গাইবান্ধার সাদুল্যাপুরে তরফবাজিদ গ্রামে এক গৃহবধুকে হাত–পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীসহ তার পরিবারের বিরুদ্ধে।
বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী নবিকুল ইসলাম স্ত্রী বিউটি ও তার পরিবারকে চাপ দিয়ে আসছিল। বিউটি যৌতুক দিতে অস্বীকার করায় এরই জের ধরে স্বামী–স্ত্রীর মধ্য পারিবারিক দন্দ্ব কলহ চলছিল। বিউটি বাবার বাড়িতে ঈদ করে শুক্রবার (২৯ এপ্রিল) দুপরে স্বামীর বাড়িতে আসলে তার বড় ভাসুর মোজাম্মেল বিউটিকে দেখে উত্তেজিত হয়ে গালমন্দ শুরু করে।
এক পর্যায়ে নবিকুলের মেজো ভাই শফিকুল ইসলাম ও তার মা আছিয়া বেগম বাড়ির উঠানে নিয়ে গিয়ে বিউটি বেগমকে বেদম মারধর করে। বিউটি চিৎকার শুরু করলে একটি ঘরে নিয়ে গিয়ে হাত–পা বেধে আটকে রাখে। বিষয়টি জানতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ ফোন করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনার স্থলে গিয়ে হাত–পা বাধা অবস্থায় বিউটি বেগমকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য বিউটিকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করায়।
এ ঘটনায় নির্যাতিত ওই গৃহবধুর বাবা বাদশা মিয়া বাদী হয়ে সাদুল্যাপুর থানায় মামলা দায়ের করেছে বলে জানা গেছে।
যূথী/দীপ্ত সংবাদ