এটাও গুজব হলে পারত কিন্তু না, এবার সত্যিই না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তী ক্রিকেটার জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক। এক ফেসবুক পোস্টে খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী নাদিনে স্ট্রিক।
জিম্বাবুয়ের সংবাদমাধ্যম হেরাল্ডকে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা ডেনিসও।
ক্যানসারে আক্রান্ত হিথ স্ট্রিকের অবস্থা ছিল বেশ সংকটাপন্ন। তার স্ত্রী এক ফেসবুক পোস্টে জানান, স্থানীয় সময় রবিবার (৩ সেপ্টেম্বর) ভোরে তাকে এবং সন্তানদের রেখে অনন্তকালের জন্য চলে গেছেন।
সাবেক এ ক্রিকেটারের বয়স হয়েছিল ৪৯ বছর। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেন এই ডানহাতি পেসার।
জিম্বাবুয়ের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার স্ট্রিক ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত অধিনায়ক ছিলেন। খেলেছেন ৬৫ টেস্ট ও ১৮৯টি ওয়ানডে। টেস্টে তার উইকেট ২১৬টি, ওয়ানডেতে ২৩৯টি। ব্যাট হাতে টেস্টে ১ হাজার ৯৯০ রান করা স্ট্রিক ওয়ানডেতে করেছেন ২ হাজার ৯৪৩ রান।
এসএ/দীপ্ত নিউজ