গাজীপুর কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মনসুর (৩২) নামে চিকিৎসাধীন আরও একজন মারা গেছে। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে দগ্ধ ৩৪ জনের মধ্যে দুজনের মৃত্যু হলো।
শনিবার (১৬ মার্চ) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক মৃদুল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসক বলেন, পোস্ট অপারেটিভ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৮টায় মনসুরের মৃত্যু হয়। আগুনে তাঁর শ্বাসনালীও পুড়ে যায়।
মৃত মনসুরের বড় ভাই আবু জাফর জানান, তাদের বাড়ি বগুরা জেলার শিবগঞ্জ উপজেলার সালদাহ উত্তরপাড়া গ্রামে। মনসুর গাজীপুরের কালিয়াকৈরে ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।
ঘটনার সময় তিনি কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। স্ত্রী দিনা আক্তার ও দুই মেয়ে গ্রামে থাকেন।
এর আগে, গতকাল শুক্রবার (১৫ মার্চ) সকালে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোলাইমান মোল্লা (৪৫)। দগ্ধ সোলেমান মোল্লা শরীরের ৯৫ ভাগ অংশ পুড়ে গিয়েছিল।
উল্লেখ্য, গত বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজের আগুন থেকে দগ্ধ হয়ে নারী–শিশুসহ ৩৪ জন হাসপাতালে ভর্তি হন।
এসএ/ দীপ্ত সংবাদ