গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ মনোনয়নপত্র সংগ্রহ করা এবং জমা দেওয়ার শেষ দিন বুধবার (২৭ এপ্রিল)। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা কর্মী–সমর্থকদের নিয়ে এসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। নির্বাচনী আচরণ বিধির মধ্যে অন্তত পাঁচ জন কর্মী সমর্থক সাথে নিয়ে এসে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশনা থাকলেও কোন কোন প্রার্থীর ক্ষেত্রে অনেকটা তা দেখা যায়নি।
মঙ্গলবার (২৫ এপ্রিল) পর্যন্ত মেয়র ১৩ জনসহ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের সংখ্যা ছিল ৪৫১। জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী এম এম নিয়াজ উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে আওয়মী লীগের মনোনীত প্রার্থী আজমত উল্লাহ খান তার মনোনয়নপত্র জমা দিয়েছেন এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন গাজীপুর মহানগরকে দুর্নীতিমুক্ত, নানা প্রকার উন্নয়ন কর্মসূচি ও ময়লা আবর্জনা থেকে মুক্ত করার জন্য তার অতীতের প্রশিক্ষণ কাজে লাগিয়ে আধুনিক মহানগর গড়ে তুলবেন এবং জয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান।
এছাড়াও ইসলামিক আন্দোলন সহ কয়েকজন স্বতন্ত্র পদপ্রার্থী তাদের মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মো. জাহাঙ্গীর আলম ও তার মায়ের মেয়র পদে নমিনেশন এর ব্যাপারে আজমত উল্লাহ খান বলেন, আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি যদি তার যদি আস্থা থাকে, দেশের উন্নতির ওপর আস্থা থাকে তাহলে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি তার কার্যক্রম পরিচালনা করবেন। তৃণমূল থেকে আমাকে নেতাকর্মীরা নৌকাকে জয়ী করার জন্য প্রস্তত হয়ে আছেন।
আগামী ৩০ এপ্রিল মনোনয়ন পত্র যাচাই বাছাই, প্রার্থীতা প্রত্যাহার ৮ মে এবং প্রতীক বরাদ্দ হবে ৯ মে। ইভিএমের মাধ্যমে ২৫ মে অনুষ্ঠিত হবে সিটি করপোরেশন নির্বাচন।
এমি/দীপ্ত