বুধবার, অক্টোবর ১, ২০২৫
বুধবার, অক্টোবর ১, ২০২৫

‘গাজার জন্য ন্যায়বিচার’ স্লোগানে রোমে হাজারো মানুষের বিক্ষোভ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইতালির রোমে গাজার জনগণের সমর্থনে মৌলিক ট্রেড ইউনিয়ন (ইউএসবি) কর্তৃক আয়োজিত সাধারণ ধর্মঘট ও প্রতিবাদ মিছিল ব্যাপক অংশগ্রহণের মধ্যে পালিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে স্কুল শিক্ষার্থী এবং শ্রমিকরা ‘পিয়াজা দেই সিনকুয়েসেন্টোতে’ একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করে।

বিক্ষোভে ৩০ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছে, যা পরে পোর্টা ম্যাগিওরের দিকে মিছিলে রূপ নেয়। মিছিলে ছাত্রশিক্ষকদের পাশাপাশি অবস্থান ছিল। তাদের সবার মুখে স্লোগান ছিল– ‘গাজার জন্য ন্যায়বিচার’।

পিয়াজা ভিটোরিও থেকে পোর্টা ম্যাগিওরের দিকে মিছিল করা সময় পিয়াজা দেই সিনকুয়েসেন্টোতে শ্রমিক, ছাত্রছাত্রী ও শিক্ষকরা পাশাপাশিই মিছিল করেছেন। কয়েকটি স্কুল প্রথমবারের মতো ক্লাস বাদ দিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করেছে।

বিক্ষোভে অংশ নিয়ে ভবিষ্যতে আরও প্রতিবাদী হওয়ার ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা জানান, মন্ত্রী ভালদিতারা ও বার্নিনি যদি ইসরায়েলের সঙ্গে সমস্ত বিনিময় চুক্তি স্থগিত না করেন; তারা ভবিষ্যতে আরও আন্দোলন জোরদার করবেন।

ছাত্রনেতারা জানান, আমরা শান্তির পক্ষে। আমরা পদক্ষেপ চাই, একটি গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করা।

মিছিলে এক ট্রাকচালক স্লোগান বলেন, ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্যিক ও অর্থনৈতিক চুক্তি বাতিলের পক্ষে অবস্থান সরকার। আমাদের নীরবতা ভাঙতে হবে।

রোমান ফিলিস্তিনি সম্প্রদায়ের একজন প্রতিনিধি ট্রাকচালকের বক্তব্যের সঙ্গে বলেন, গাজায় পড়া প্রতিটি বোমা পুরো মানবতার বিরুদ্ধে। গাজায় মারা যাওয়া প্রতিটি শিশু মানবতার বিরুদ্ধে অপরাধ। এটা যুদ্ধ নয়, আমরা তাদের জন্য নীরবতা ভাঙছি, যারা আর কথা বলতে পারে না। গাজার জন্য ন্যায়বিচার দাবি করা একটি অধিকার, যা হাঁটু গেড়ে চাওয়া যায় না, দাবি করা হয়।

বিক্ষোভ ও কর্মসূচি শান্তিপূর্ণভাবে চললেও শহরের কিছু এলাকায় জনপরিবহন ও ট্রেন পরিষেবায় ব্যাঘাতের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More