১৯
গাজায় যুদ্ধবিরতির বিনিময়ে সব ইসরায়েলি জিম্মির মুক্তির শর্তে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (৬ মার্চ) খসড়া প্রস্তাবটির তৃতীয় সংশোধনীতে এই অবস্থান নিয়েছে দেশটি।
শুরুতে প্রস্তাবটিতে গাজায় ইসরায়েল ও হামাসের সংঘাতে একটি অস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। কিন্তু মঙ্গলবারের তৃতীয় সংশোধনীতে সব জিম্মি মুক্তির বিনিময়ে, অবিলম্বে গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতির কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে গাজা উপত্যকায় অনাহারে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ইসরায়েলে আগ্রাসনে নিহতের সংখ্যা ৩০ হাজার ৭১৭ জনে দাঁড়িয়েছে।
আল / দীপ্ত সংবাদ