গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির দাবিতে স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে পারে।
এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।
এর আগে, নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির আরেকটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে ভেস্তে যায়।
সেখানে যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে অসন্তোষ প্রকাশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার টেলিফোনে তাদের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা হয়।
এদিকে, গাজায় বিপর্যয়কর পরিস্থিতির জন্য নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোনো বাধা ছাড়াই গাজায় অবিলম্বে ত্রাণ প্রবেশে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় এ পর্যন্ত প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এসএ/দীপ্ত নিউজ