বুধবার, অক্টোবর ১, ২০২৫
বুধবার, অক্টোবর ১, ২০২৫

গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজ ডুবানোর প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বর্তমানে গাজার উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। আয়োজকরা জানিয়েছেন, নৌবহরটি ইসরাইল ঘোষিত ‘বিপৎসীমায়’ প্রবেশ করেছে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, নৌবহরটি থামাতে ইসরাইল নৌবাহিনীর কমান্ডো ও যুদ্ধজাহাজ মোতায়েনের পরিকল্পনা করছে। শত শত যাত্রীকে আটক করে আশদোদ বন্দরে নিয়ে পরে ইসরাইল থেকে বহিষ্কার করা পাশাপাশি বহরে থাকা কিছু জাহাজ সাগরে ডুবিয়ে দেয়ার আশঙ্কাও করা হচ্ছে।

প্রতিবেদন আরও জানায়, বুধবার (১ অক্টোবর) সকালে একটি ইসরাইলি যুদ্ধজাহাজ ফ্লোটিলার প্রধান জাহাজ আলমার কাছে চলে আসে এবং এর যোগাযোগ ব্যবস্থা ও ইঞ্জিন অচল করে দেয়। এ সময় অধিকারকর্মীরা নিরাপত্তা প্রোটোকল মেনে তাদের ফোন পানিতে ফেলে দেন। কিছুক্ষণ পর যোগাযোগ পুনরায় চালু হলে নৌবহরটি আবার যাত্রা শুরু করে।

৫০০এর বেশি যাত্রী নিয়ে ৫০টিরও বেশি নৌযানের এই বহরকে নেতৃত্ব দিচ্ছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। গাজার ওপর দীর্ঘ ইসরাইলি অবরোধ ও চলমান দুর্ভিক্ষ পরিস্থিতি ভাঙার লক্ষ্যেই ফ্লোটিলাটি যাত্রা করেছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More