গাইবান্ধায় ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম–এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা মঙ্গলবার (৩০ মে) সকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়।
প্র্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন–গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির। তিনি বলেন, বাংলাদেশ সরকার শিক্ষাখাতে যে আমুল পরিবর্তন এনেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কর্মসূচির দ্বারা শিক্ষার্থীদের বই পড়ার পাশাপাশি পাঠ দক্ষতার ব্যপারেও গুরুত্ব বাড়বে বলে মনে করেন। আজকের কর্মশালার উদ্দেশ্যে সফল করার জন্য শিক্ষকবৃন্দের প্রতি আহবান জানান। শিক্ষার্থীদের প্রতি বন্ধুসুলভ আচরণের মাধ্যমে বই পড়ার অভ্যাস করতে হবে। তিনি কর্মসূচি পরিচালনা করার ব্যপারে সর্বাত্বক সহযোগীতা করার জন্য প্রতিষ্ঠান প্রধান ও উপস্থিত শিক্ষকবৃন্দকে আহবান করেন এবং অত্র উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সভাপতিত্ব করেন গাইবান্ধা উপজেলা নির্বাহী অফিসার মো: শরীফুল আলম। শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীরা যেভাবে বই থেকে দূরে সরে গেছে, তাদের বইমুখী করার জন্য এই কর্মসূচি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। স্মার্ট নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হলে তাদের বেশি বেশি করে বই পড়াতে হবে এবং এর কোনো বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাঈদ হাসান, গাইবান্ধা সরকারি কলেজ এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগ প্রভাষক মো: রাশেদ মিয়া।
রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন–বিশ্বসাহিত্য কেন্দ্র‘র পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির টিম ম্যানেজার মো: ইজাজুল ইসলাম। এছাড়াও বিশ্বসাহিত্য কেন্দ্র‘র পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নুর হোসাইনসহ সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান এবং সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।
আল/দীপ্ত সংবাদ