বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্যে নাজমুলকে শোকজ করল বিসিবি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলামকে শোকজ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বিসিবি। এর আগে গতকাল নাজমুলের মন্তব্যের পর তার অপসারণের দাবিতে আল্টিমেটাম দিয়েছে ক্রিকেটাররা।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘বোর্ডের একজন সদস্যের সাম্প্রতিক আপত্তিকর মন্তব্যের জন্য পুনরায় দুঃখ প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি স্বীকার করছে যে এসব মন্তব্য সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং একই সঙ্গে ক্রিকেটারদের প্রতি সম্মান, পেশাদারিত্ব এবং ক্রিকেটকে বিকশিত করার মূল্যবোধের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

এতে আরও বলা হয়েছে, ‘একটি সাংবিধানিক সংস্থা হিসেবে বিসিবি তার প্রতিষ্ঠিত নিয়মকানুন, বিধিমালা ও পেশাগত নির্দেশনার আলোকে এ ধরনের বিষয় কঠোরভাবে নিষ্পত্তি করতে বাধ্য। এই দায়িত্বের অংশ হিসেবে সংশ্লিষ্ট বোর্ড সদস্যের বিরুদ্ধে ইতোমধ্যে আনুষ্ঠানিক শৃঙ্খলামূলক কার্যক্রম শুরু করা হয়েছে। তাকে একটি কারণ দর্শানোর নোটিশ (শোকজ লেটার) প্রদান করা হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেষে বলা হয়েছে, ‘বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টিটোয়েন্টি ২০২৬ টুর্নামেন্ট তার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দেশের সবচেয়ে জনপ্রিয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা হিসেবে বিপিএল বাংলাদেশ ক্রিকেটে এবং দেশবিদেশের সমর্থকদের কাছে একটি বিশেষ অবস্থান অধিকার করে আছে। বিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ক্রিকেটাররাই বিপিএলসহ বোর্ডের আওতায় পরিচালিত সকল ক্রিকেট কার্যক্রমের প্রধান অংশীদার এবং প্রাণশক্তি। বোর্ড আন্তরিকভাবে আশা করে যে ক্রিকেটাররা তাঁদের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা বজায় রেখে টুর্নামেন্টের সফল সমাপ্তিতে সহযোগিতা করবেন এবং বিপিএল ২০২৬এর ধারাবাহিক ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করবেন।

উল্লেখ্য, গতকাল বুধবার ক্রিকেটারদের নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন নাজমুল। তিনি বলেছিলেন, ‘ওরা (ক্রিকেটাররা) গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছে আমরা যে এতো কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি এই প্রশ্নের উত্তর দেন আমাকে?’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More