দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অস্থিরতায় কাটিয়ে সৈকতসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় পর্যটক মুখর। এদিকে ট্রেন চালু হওয়াতে কক্সবাজার ভ্রমণে পর্যটকদের আগ্রহ বেড়েছে। চাহিদা বিবেচনা করে কক্সবাজার–ঢাকা রেলপথে ফেব্রুয়ারি ও মার্চ মাসে পাঁচদিন ‘বিশেষ ট্রেন’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
কক্সবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী জানান, প্রথম ট্রেনটি আগামীকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে, যা পরদিন বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছাবে।
আরো পড়ুন: ঢাকা–কক্সবাজার রুটে রেল চলাচল শুরু আজ
তিনি বলেন, আগামী ২০ ও ২৯ ফেব্রুয়ারি এবং ৭ মার্চ বিশেষ ট্রেনটি রাত ১১টায় ঢাকা থেকে ছাড়বে এবং কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ৮টায়। একইভাবে আগামী ২৮ ফেব্রুয়ারি ও ৬ মার্চ কক্সবাজার থেকে ছাড়বে এবং ঢাকায় পৌঁছাবে ৭ মার্চ ভোর ৪টায়। এছাড়া বিশেষ আরেকটি ট্রেন আগামী ২১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় কক্সবাজার থেকে ছাড়বে।
স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানীর দেয়া তথ্য মতে, বিশেষ ট্রেনটিতে ১৪টি কোচ রয়েছে। আছে ৪৫০টি শোভন চেয়ার এবং ২২০টি এসি চেয়ার।
এদিকে এই রুটে কক্সবাজার ও চট্টগ্রামের যাত্রীদের জন্য একটি কমিউটার ট্রেন চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এ মাসের শুরুতে এই ট্রেনটি চালু হওয়ার কথা থাকলেও ইঞ্জিনসংকটের কারণে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।
সুপ্তি/ দীপ্ত নিউজ