ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটে-বলে পারফরম্যান্স করেও সাকিবের ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এগোনোর সুযোগ নেই। এরই মধ্যে যে ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন সাকিব। তবে বোলারদের তালিকায় প্রবেশ করেছেন সেরা পাঁচে।
তাই উন্নতিটা হয়েছে ব্যাটারদের তালিকায়। ৫ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন। আর বোলারদের তালিকায় প্রবেশ করেছেন সেরা পাঁচে। বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে পারফর্ম করে উন্নতি হয়েছে ইংল্যান্ড ওপেনার জেসন রয়েরও। দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করে ৫ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ১২ নম্বরে উঠে এসেছেন তিনি। অধিনায়ক জস বাটলার আবার ৪ ধাপ এগিয়েছেন। তার সর্বশেষ অবস্থান ১৬। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানো ডেভিড মালান ২২ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান নিয়ে কঠিন লড়াই চলছে রবিচন্দ্রন অশ্বিন ও ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের। দুজনের রেটিং পয়েন্টই ৮৫৯। ৮৬৫ নিয়ে গত সপ্তাহে শীর্ষে থাকা অশ্বিন ইন্দোর টেস্টে প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি। দীর্ঘদিন শীর্ষে থাকা প্যাট কামিন্স আছে ৩ নম্বরে। ভারতের বিপক্ষে শেষ দুই টেস্ট খেলতে না পারা প্যাট কামিন্সেরও রেটিং পয়েন্ট কমেছে।
আল/দীপ্ত