বাংলা প্রথম পত্রের মধ্যে দিয়ে আজ থেকে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে প্রথম দিন অংশগ্রহণ করেন ১৪ লাখ ৯১ হাজার ৬২৭ জন পরীক্ষার্থী। আর অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ১৯২ জন। বহিষ্কার করা হয়েছে চার শিক্ষার্থীকে।
সর্বাধিক অনুপস্থিত কুমিল্লা বোর্ডে। আর বহিষ্কৃত চার শিক্ষার্থীর তিনজনই বরিশাল শিক্ষাবোর্ডের ও একজন কুমিল্লা শিক্ষাবোর্ডের শিক্ষার্থী।
অনুপস্থিতি সবচেয়ে কম ছিল ময়মনসিংহ বোর্ডে। এ বোর্ডের অধীনে ১ লাখ ১৩ হাজার ৩০০ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৯৭৮ বা শূন্য দশমিক ৮৬ শতাংশ পরীক্ষার্থী।
তথ্য মতে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ ৯০ হাজার ২৩ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৪ হাজার ২২২ জন বা ১ দশমিক ০৮ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৪১ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১ হাজার ৬০৭ জন বা ১ দশমিক ১৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ১ লাখ ৮৩ হাজার ২০৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১ হাজার ৭২০ জন বা শূন্য দশমিক ৯৪ শতাংশ, বরিশাল বোর্ডে ৮৫ হাজার ৩০৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১ হাজার ২৬ জন বা ১ দশমিক ২০ শতাংশ।
এবছর শিক্ষার্থী বেড়েছে ৫০ হাজার ২৯৫ জন ও পরীক্ষা কেন্দ্র বেড়েছে ২০টি। প্রশ্ন ফাঁসরোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সরকার। দেয়া হয়েছে ২৩ নির্দেশনা। এক মাস কোচিং সেন্টার বন্ধ রাখার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ব্যাংকিং লেনদেন নজরদারিতে রাখার কথা জানিয়েছে সরকার।
আল/দীপ্ত সংবাদ