কুমিল্লায় রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের জেলাগুলোতেও আমন ধান সরবরাহ করা যাবে বলে মনে করছেন কৃষি বিভাগ। তবে, কৃষি উপকরন ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় লাভ হবে কি না, এ নিয়ে সংশয়ে রয়েছেন কৃষকরা।
যতদূর চোখ যায় মাঠের পর মাঠ জুড়ে সোনালি ধানের সমাহার।আবহাওয়া অনুকুলে আসায় এবার রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। তাই নতুন ধানের মৌ মৌ গন্ধে ভরে গেছে চারপাশ।
উপপরিচালক মিজানুর রহমান বলেন, কুমিল্লা জেলায় এবার ১ লাখ ১৪ হাজার ৬১৭ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। যা থেকে ৩ লাখ ৯‘শ মেকট্রিকটন ধান পাওয়া যাবে। তবে, স্থানীয় চাহিদা মিটিয়ে আমন ধান আশপাশের জেলাগুলোতেও সরবরাহ করা যাবে বলে মনে করছেন কৃষি বিভাগ।
কিন্তু মৌসুমের শুরুতে অনাবৃষ্টি আর বাড়তি দাম, কিছুটা বিপাকে ফেলেছেন কৃষকদের। তাই কৃষি উপকরন নিয়ে সংশয়ে রয়েছেন কৃষকরা।