এটিএম বুথ থেকে টাকা তোলার মতো কার্ডের মাধ্যমেই মিলবে স্বর্ণ। ডিসেম্বরের শুরুতে ভারতের একটি বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে এসেছে এই সুবিধা। ক্রেতাদের জন্য থাকছে ভিন্ন ভিন্ন ওজনের স্বর্ণের মুদ্রা।
স্বর্ণের কয়েন কিনতে আর যেতে হবে না গয়নার দোকানে। এটিএম বুথ থেকেই কিনতে পারবেন সার্টিফায়েড ২৪ ক্যারেটের স্বর্ণমুদ্রা। ভারতের হায়দ্রাবাদে গোল্ডসিক্কা লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে এই এটিএম চালু হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে, তারাই প্রথম ‘গোল্ড ভেন্ডিং মেশিন’ চালু করেছেন।
এক গ্রাহক বলেন “মেশিনের স্বর্ণের গুণগত মান নিয়ে আমি সন্তুষ্ট। কেনার সাথে সাথে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে , এখন আর দোকানে গিয়ে বসে থাকতে হবে না। বিশেষ কোন অনুষ্ঠানের সময় প্রয়োজনমত স্বর্ণ বাড়ির কাছের এটিএম বুথ থেকেই নিতে পারব।”
ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহার কোরে স্বর্ণমুদ্রা কিনতে পারছেন ক্রেতারা। ন্যূনতম ০ দশমিক ৫ থেকে ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণের মুদ্রা কেনার সুযোগ থাকছে।
প্রতিষ্ঠানটি জানায় “আট রকম স্বর্ণ মুদ্রা থাকছে এটিএমে। স্বর্ণের দাম ও ট্যাক্স স্ক্রিনে দেয়া থাকছে, তাই কোনরকম দিধা দ্বন্দ্ব ছাড়াই স্বর্ণ কিনতে পারবেন গ্রাহকরা।”
এক একটি এটিএমে পাঁচ কিলোগ্রাম পর্যন্ত সোনা থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খোলা থাকবে দিন রাত ২৪ ঘণ্টাই। আগামী দুই বছরে ভারতজুড়ে ৩ হাজারের বেশি মেশিন বসানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।