এখন আর সংলাপ বা আলোচনায় বসার কোন সুযোগ নেই, নির্বাচন কমিশন আজ তফসিল ঘোষণা করবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (১৫ নবেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সচিবালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা জানান।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, আমরা একই বার্তা দিয়েছি, যা অন্য সব রাজনৈতিক দলগুলোকে দেয়া হয়েছে। আমরা কোনো নির্দিষ্ট দলের পক্ষে নই। এই সাক্ষাতেও আলোচনা করেছি, কিভাবে সংঘাত কমানো যায়। একইসঙ্গে আমরা কথা বলেছি, একটি শর্তহীন সংলাপের ব্যাপারে। যা নির্বাচনী পরিবেশ ভালো করতে সহায়তা করবে।
এ সময় যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সংলাপের আহ্বান–সম্পর্কিত চিঠি ওবায়দুল কাদেরের কাছে হস্তান্তর করেন পিটার হাস।
চিঠি পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অবশ্যই সংলাপের পক্ষে। তবে এখন আর সংলাপের সময় নেই। দেশের শতাধিক রাজনৈতিক দল রয়েছে। দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করতে গেলে সময় প্রয়োজন, তা এখন নেই।
মন্ত্রী আরও বলেন, চিঠির বিষয়টি নিয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে আলাপ করা হবে।
এসএ/দীপ্ত নিউজ