বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪’ উপলক্ষ্যে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

রবিবার (১৮ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস২০২৪ সুশৃঙ্খলভাবে পালনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার ও পার্শ্ববর্তী এলাকাসমূহে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা পর্যন্ত ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জনসাধারণের চলাচল ও সব ধরনের যানবাহন নিয়ন্ত্রণের জন্য বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যেসব পয়েন্টে রাস্তা বন্ধ বা রোড ডাইভারশন দেওয়া হবে:

. শাহবাগ ক্রসিং, . টিএসসি ক্রসিং, . দোয়েল চত্বর ক্রসিং, . হাইকোর্ট ক্রসিং, . শহিদুল্লাহ হল ক্রসিং, . জিমনেশিয়াম মাঠ গেইট, . রোমানা ক্রসিং, . জগন্নাথ হল ক্রসিং, . ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং, ১০. নীলক্ষেত ক্রসিং, ১১. পলাশী ক্রসিং, ১২. বকশি বাজার ক্রসিং, ১৩. চাঁনখারপুল ক্রসিং

আরও পড়ুন: রাজধানীতে ভোগান্তির নাম বিজয় সরণির ট্রাফিক সিগন্যাল

যানবাহন চলাচলের বিকল্প রাস্তা:

. কাঁটাবন ক্রসিংনীলক্ষেত ক্রসিংপলাশী ক্রসিংবকশীবাজার ক্রসিং হয়ে চাঁনখারপুল ক্রসিং

. শাহবাগ ক্রসিংকাঁটাবন ক্রসিংবাঁটা সিগনাল ক্রসিংসায়েন্সল্যাব ক্রসিং হয়ে মিরপুর রোড

. শাহবাগ ক্রসিংমৎস্য ভবন ক্রসিংকদমফোয়ারা ক্রসিংহাইকোর্ট ক্রসিংআব্দুল গণি রোড হয়ে জিরো পয়েন্ট ক্রসিং

. হাইকোর্ট ক্রসিংবঙ্গবাজার ক্রসিংপুলিশ হেডকোয়ার্টার্সগোলাপশাহ মাজার ক্রসিং হয়ে ফুলবাড়ীয়া ক্রসিং

. শাহবাগ ক্রসিংহোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিংবাংলামোটর ক্রসিংসোনারগাঁও ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিং।

. বকশীবাজার ক্রসিংচাঁনখারপুল ক্রসিংনিমতলী ক্রসিং হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার।

পথ নির্দেশনা :

প্রবেশ নিষেধ:

. বকশি বাজারজগন্নাথ হল ক্রসিং সড়ক

. চাঁনখারপুলরোমানা চত্বর ক্রসিং সড়ক

. টিএসসিশিববাড়ী ক্রসিং সড়ক

. উপাচার্য ভবনভাস্কর্য ক্রসিং সড়ক

পায়ে হেঁটে চলাচল:

পলাশী ক্রসিং থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং, শহিদুল্লাহ হল ক্রসিং

গাড়ি পার্কিংয়ের স্থান:

পি১ → জিমনেশিয়াম মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি)

পি২ → মোকাররম ভবন মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (আইন শৃঙ্খলা বাহিনী)

পি৩ → নীলক্ষেত ক্রসিংপলাশী ক্রসিং (সর্বসাধারণ)

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More