রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ। ঢাকার বাইরে থেকেও আসছেন অনেকে। আক্রান্তদের সেবা নিশ্চিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা।
বুধবার ডেঙ্গুতে সারাদেশে ৭ জন মারা গেছে। চলতি বছর এ পর্যন্ত ২৬ হাজার ৯৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ১৯ হাজার ৪৯৮ জন রাজধানী ঢাকার। বাকি ৭ হাজার ৪৪০ জন ঢাকার বাইরের। চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১০ হাজার ৮৪৬ জন, মারা গেছেন ৪৪ জন। বর্তমানে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর হাসপাতাল গুলো রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।
চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় সচেতন হওয়ার বিকল্প নেই।ডেঙ্গু নিয়ন্ত্রণে সাতদিন ব্যাপী সচেতনতা কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এরমধ্যে রয়েছে বিশেষ অভিযান। নগরবাসীকে সচেতন করতে অভিযান চলবে বলে জানান,প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি করপোরেশন। প্রয়োজনে নেয়া হবে আইনগত ব্যবস্থা।