রাজধানীর ‘জিয়া উদ্যান‘ এলাকায় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় সমাহিত হবেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
দাফন কাজ সম্পন্ন করার আগে দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউ অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়াকে নামাজে জানাজা। এটি যেন ইতিহাসেরই পুনরাবৃত্তি।
৪৪ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান‘কে এই মানিক মিয়া অ্যাভিনিউতেই লাখো মানুষ শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল কর্মকর্তার ব্যর্থ অভ্যুত্থানে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ২ জুন মানিক মিয়া অ্যাভিনিউ‘তে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে জাতীয় সংসদ ভবনের উত্তর পার্শ্বে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেষযাত্রায় ঐতিহাসিক জনসমাগম হয়েছিল। জানাজায় দেশের লাখো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল।
আজ ৪৪ বছর পর বেগম খালেদা জিয়ার জানাজাও একই স্থানে অনুষ্ঠিত হবে। ইতিহাসের মিল এখানেই।
স্বামীর মৃত্যুই বেগম খালেদা জিয়া‘কে রাজনীতিতে টেনে আনে। তিনি কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই বিএনপির দায়িত্ব নেন। রাজপথের সংগ্রামের মাধ্যমে নিজেকে গড়ে তোলেন। দলকে নির্বাচনে জিতিয়ে ৩ বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশের প্রথম নারী সরকারপ্রধান হিসাবে ইতিহাসে স্থান পান।
উল্লেখ্য, ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানী এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
সূত্র: আমার দেশ
এসএ