ফুলবাড়ীর আন্দোলন শুধু কয়লা রক্ষার আন্দোলন নয়, এটা মানুষের জীবন জীবিকা রক্ষার আন্দোলন ছিল, বাংলাদেশের পানি রক্ষার আন্দোলন ছিল, একটা স্বৈরতন্ত্রের ব্যবস্থা যাতে অব্যাহত না থাকে তার আন্দোলন ছিল – তেল –গ্যাস– খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ
শনিবার (২৬ আগষ্ট) সকালে ফুলবাড়ী ট্রাজেডি দিবস উপলক্ষ্যে নিহতদের স্মরণে ফুলবাড়ী পৌরশহরে প্রধান প্রধান শোক র্যালি প্রদক্ষিণ শেষে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ সব কথা বলেন ।
তিনি আরও বলেন, এই আন্দোলনের মুল দাবিটা ছিল জনগনের সম্মতি ছাড়া কোন কিছু করা যাবে না। উন্নয়নের নামে ধ্বংশযজ্ঞ, মুনাফা লুট করা যাবে না । এখন যদি কেউ ভাবে যে আন্দোলন আর নাই এটা খুব ভুল হবে। কারন ১৭ বছর পার হয়েছে কিন্তু এই অঞ্চলের মানুষ এখনও জাগ্রত আছেন।
আনু বলেন, ২০০৬ সালের তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রীর দেয়া অঙ্গীকার বাস্তবায়ন না হওয়ার কারণে এশিয়া এনার্জিসহ বিভিন্ন বহুজাতিক কোম্পানি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে।
এ সময় তেল–গ্যাস–খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনসংহতি আন্দোলনের প্রধান সম্বয়ককারী জোনায়েদ সাকি।
এছাড়া, বাংলাদেশ বিল্পবী কমিউনিষ্ট লীগ সম্পাদক মন্ডলীর সদস্য মোশাররফ হোসে নান্নু, বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টিও নিবাহী সভাপতি আব্দুল আলী, সমাজতান্ত্রিক মজদুর পার্টি সাধারন সম্পাদক সামসুল আলম, ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন, আমিনুল ইসলাম বাবলু, জয় প্রকাশ গুপ্তসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসএ/দীপ্ত নিউজ