ইতালির ইভরিয়াতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কমলা যুদ্ধ। এতে ৫০০ টনের বেশি কমলা নিক্ষেপ করা হয়। এই দিনে কমলার রঙে রঙিন হয়ে উঠে ইতালির ইভরিয়া শহর।
(১৯৪৭ সাল) থেকে প্রতিবছর ইভরিয়ায় পালিত হয়ে আসছে অরেঞ্জ বা কমলার যুদ্ধ। প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে হাত মেলানো, একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, একে অপরের দক্ষতা ও সাহসকে স্বীকৃতি দেওয়া এই উৎসবের মূল উদ্দেশ্য।
(২০১৮ সালে) কমলা ছোঁড়া উৎসবকে ‘২০ শতকের শিল্প শহর‘ হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। ইভরিয়া শহরের অন্যতম উৎসব কমলা ছোঁড়া।
এবার কমলা ছোঁড়া উৎসবে ৫০০ টনের বেশি কমলা ব্যবহার করা হয়। উৎসবে অংশগ্রহণকারীরা কমলা খেতে খেতে রাস্তায় নামেন। এ সময় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এবং রাতে কার্নিভালের অংশ হিসেবে ‘ফ্যাট টিউডে‘ বা ‘মার্ডি গ্রাস‘ নামক পার্টি হয়। টানা তিনদিন ব্যাপী এই উৎসবে ক্যাথলিক সম্প্রদায়ের নারী–পুরুষ ও শিশুরা অংশ নিয়ে থাকেন।
যূথী/দীপ্ত সংবাদ