অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস বন্ধ ঘোষণা করেছে রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) কর্তৃপক্ষ।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে ইউনিভার্সিটি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে নিয়মিত একাডেমিক কার্যক্রম চালিয়ে নেওয়া অনুকূল নয়। বিষয়টি সমাধান ও দ্রুত স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরুর লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।
এর আগে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যার পর ইউনিভার্সিটি রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক এক বিজ্ঞপ্তিতে ২ শিক্ষক বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
বহিষ্কৃত শিক্ষকরা হলেন— ব্যাসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীর এবং একই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. মহসিন।
হিজাব ও নিকাব নিয়ে অবমাননাকর মন্তব্য, মুসলিম শিক্ষার্থীদের হেনস্তা, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং আওয়ামী লীগ রাজনৈতিক পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে এই দুই শিক্ষককে বিরুদ্ধে।
উল্লেখ্য, দুই শিক্ষক বহিষ্কারের পরও বিশ্ববিদ্যালয় পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) কর্তৃপক্ষ।
এসএ