ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে টাইগাররা। ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চার উইকেট হারানোর পর সাকিব ও আফিফের ব্যাটে ভর করে জয় পায় বাংলাদেশ।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩৩ রানে উদ্বোধনী জুটি গড়ে টাইগারা। কার্যকরী এক ইনিংস খেলে আউট হন দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া রনি তালুকদার। আদিল রশিদের গুগলিতে আউট হওয়া রনি ১৪ বলে করেন ২১ রান। জফরা আর্চারের বাউন্সারে ১০ বলে ১২ রান করা লিটন ক্যাচ দেন ক্রিস ওকসকে।
২ উইকেট চলে গেলেও রান রেট কমতে দাননি দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। এরমধ্যে মার্ক উডের করা প্রথম ওভারে টানা চার বাউন্ডারিতে শান্ত নেন ১৭ রান। তারা দুজনে মিলে গড়েন ৬৫ রানের জুটি। এরপর মঈন আলির বলে স্যাম কারেনকে ক্যাচ দেন হৃদয়। ১৭ বলে তিনি করেন ২৪ রান। শান্ত ঝড় থামে দলীয় ১১২ রানে। তার আগে অবশ্য ঝড়ো ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৩০ বলে ৫১ রান আউট করে হন তিনি।
এর আগে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানের অল্প পুঁজি পায় সফরকারী দল।
আল/দীপ্ত