বায়ান্নের একুশে ফেব্রুয়ারি শহিদ হন রফিক, বরকত, শফিক, সালামসহ নাম না জানা অনেকেই। পৃথিবীতে বাঙালিই একমাত্র জাতি, যে জাতি ভাষার জন্য প্রাণ দিয়েছে। বাংলা আজ আন্তর্জাতিক মাতৃভাষা, আর আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
৭১ বছর আগে এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষার দাবিতে রাজপথে নেমেছিলেন বাংলার বীর সন্তানরা। প্রতি বছর এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় বিশ্বজুড়েই। যেখানে সম্মান জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যুক্ত হয়েছেন ক্রীড়াঙ্গনের মানুষেরাও।
তবে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে বাংলার পরিবর্তে ইংরেজিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিতর্ক সৃষ্টি করলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। নিজের ফেসবুক পেজে মঙ্গলবার এক পোস্টে ইংরেজিতে ভাষা দিবসের শ্রদ্ধা জানিয়েছেন জামাল। ইতোমধ্যে অনেকেই এটি নিয়ে সমালোচনা করছে। যে ভাষার জন্য এতো প্রাণ ঝড়েছে, সেই ভাষা দিবসে অন্তত বাংলায় শ্রদ্ধা জানানো যেত বলে মত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকেরই।
বাংলাদেশ অধিনায়কের পোস্টের কমেন্ট ঘরে একজন লিখেছেন, ‘ভাই,যে ভাষার জন্য এতো সংগ্রাম আর রক্ত দিতো হলো। অন্তত আজকের দিনে পোস্টটা বাংলা ভাষায় লিখতে পারতেন।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘যে ভাষার জন্য এতো রক্ত, এতো প্রাণ গেল, তাদের প্রতি শ্রদ্ধা জানালেন তাও আবার অন্য ভাষায়…বাহ বাহহ। আপনাদের শ্রদ্ধাবোধ খুবই সুন্দর।’
জামাল ভূঁইয়া ডেনমার্ক প্রবাসী একজন বাংলাদেশি। ২০১৪ সাল থেকে ঢাকায় নিয়মিত ফুটবল খেলছেন তিনি। তবে বাংলাদেশের জাতীয় দলে তার অভিষেক হয়েছিল ২০১৩ সালে।
আল/দীপ্ত