সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেছে প্রবাসীরা বাংলাদেশিরা।
বুধবার (২১ ফেব্রুয়ারি) আমিরাতে স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
এ সময় উপস্থিত ছিলেন দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনসহ কনস্যুলেটের কর্মকর্তারা।
আরও পড়ুন: বেনাপোল নোম্যান্সল্যান্ডে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা
এছাড়াও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের নেতৃত্বে দুবাই বাংলাদেশ কনস্যুলেট, বাংলাদেশ ইউম্যান অসোসিয়ান, বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপ, বাংলাদেশ বিমান, জনতা ব্যাংক, বাংলাদেশ বিজনেস কাউন্সিল–দুবাই, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই, বাংলাদেশ সমিতি দুবাই, বাংলাদেশ সমিতি শারজাহ, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ দুবাই, বঙ্গবন্ধু পরিষদ শারজাহ ও নাসিরিয়া শাখা, বঙ্গবন্ধু পরিষদ শারজাহ, বঙ্গবন্ধু পরিষদ আজমান, বৃহত্তর চট্টগ্রাম সমিতি, আবির বিজনেস অ্যাসোসিয়েশন, বিজনেস ফোরাম আজমান, আজমান বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ দুবাই শাখা, রাস–আল খাইমা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগ, বাংলাদেশি লেডিস ক্লাব ইউএই, ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম, শিল্পী সমিতি, হাটহাজারী সমিতি ইউএইসহ বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, সফিউর জব্বারসহ অনেকে। একুশের প্রথম প্রহর থেকেই সারাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে।