নতুন আবিষ্কৃত ডেঙ্গুর টিকা বাজারে আসতে আরও অন্তত দুই থেকে তিন বছর সময় প্রয়োজন। এর আগে রয়েছে টিকার তৃতীয় ধাপের পরীক্ষা। এটি সফলভাবে শেষ হলে উৎপাদনের জন্য কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়।
তবে টিকাটি যেহেতু ডেঙ্গুর সব ধরণের ওপর কার্যকর বলে ধারণা করা হচ্ছে, তাই এটি বড় সাফল্য বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
২২ থেকে ২৮ সেপ্টেম্বর এই সাতদিনে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি বলছে, দেশে ১৯ হাজার ৪৮৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। একই সময়ের মারা যান ৯২ জন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারান, সাড়ে নয়শ‘র বেশি মানুষ। আক্রান্ত প্রায় দুই লাখ। এই অবস্থায় বাংলাদেশে ডেঙ্গু রোগের টিকার সফল পরীক্ষা চালানোর দাবি করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র–আইসিডিডিআরবি। এতে এডিস মশাবাহিত এ রোগ প্রতিরোধে নতুন আশা দেখছেন চিকিৎসকরা।
গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি টিভি–০০৫ টিকাটির দ্বিতীয় ধাপ সম্পন্ন করেছে। সামনে রয়েছে, ফেইজ থ্রি বা তৃতীয় ধাপের ট্রায়াল। ২০০৯ সাল থেকে এই ডেঙ্গু টিকার পরীক্ষা শুরু হয়। তৃতীয় ধাপের পরীক্ষা হবে ভারতে।
এসএ/দীপ্ত নিউজ