পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছাকাছি এলাকায় ৩০ জন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।
শুক্রবার (৪ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় পাকিস্তানের আইএসপিআর।
আইএসপিআর জানায়, ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল–খারিজি গোষ্ঠীর সদস্যরা হোসেন খেল এলাকায় সীমান্ত পারাপারের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তৎক্ষণিক অভিযান পরিচালনা করে সন্ত্রাসীদের সেই চেষ্টা ব্যর্থ করে দেন। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
গত ২৮ জুন এই ওয়াজিরিস্তান জেলাতেই এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৬ জন সেনা নিহত হয়েছেন। পাকিস্তানি তালেবানের (টিটিপি) একটি অংশ এ হামলার দায় স্বীকার করেছে। এরপরই টিটিপির বিরুদ্ধে কঠোর অভিযানে নামে পাকিস্তানের সেনাবাহিনী।
২০২২ সালের নভেম্বরে নিষিদ্ধ তেহরিক–ই–তালেবান পাকিস্তান (টিটিপি) সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে। প্রদেশগুলোতে প্রায় প্রতিদিনই দেশটির সামরিক বাহিনী ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালায় টিটিপি সন্ত্রাসীরা।
বিবৃতিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অভিযান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি পাকিস্তানের সেনাবাহিনী, তবে তারা নিশ্চিত করেছে, অভিযানে বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক জব্দ করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সন্ত্রসীদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করার জন্য দেশটির সেনাবাহিনীর প্রশংসা করেছেন।