ফেনী–২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বেই অনুষ্ঠিত হবে। বিএনপিও এ নির্বাচন অংশ নিবে। আন্দোলনের নামে কোন সহিংসা ফেনীতে মেনে নেয়া হবে না। কেউ যদি শান্তিপূর্ণ গনতান্ত্রিক আন্দোলন করতে চায় তাতে কোন বাঁধা দেয়া হবে না।
সোমবার (১০ জুলাই) বিকালে ফেনী প্রেসক্লাবের পুনঃসংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সভাপতিত্বে এক বর্নিল আয়োজনের মাধ্যমে প্রেসক্লাব নতুন রুপে প্রকাশিত হয়। এসময় দোয়া পরিচালনা করেন ফেনী বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।
ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন বেগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার মুন্না, দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমীন রিজভী, সময় টেলিভিশনে সহকারী সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট আরিফুর রহমান, স্টারলাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, এস.এ টিভি প্রতিনিধি মাইনুল রাসেল, স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, সাপ্তাহিক ফেনী সমাচার সম্পাদক মুহিব্বুল্লাহ ফরহাদ, দেশ টিভি প্রতিনিধি শেখ ফরিদ আক্তার প্রমূখ।
নিজাম উদ্দিন হাজারী আরো বলেন, প্রেসক্লাব বন্ধ থাকা মানে জনপ্রতিনিধিদের জন্য অসম্মানের ও লজ্জার বিষয়। আমি চেয়েছি সবাই মিলেমিশে সুন্দর পরিবেশে যাতে বসতে পারেন। এমন উদ্যোগের জন্য মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীকে ধন্যবাদ জানাই। আমি কখনো প্রেসক্লাবের সদস্য হবো না, তবে সকল কাজে আমি পিছন থেকে সহযোগিতা করব। কখনোই সামনে আসব না। সর্বোচ্চ সহযোগিতা করব। আমি চেষ্টা করি আপনাদের মনোমালিন্য মিটিয়ে দিতে।
অনুষ্ঠানে ব্যক্তিগত পক্ষ থেকে ২টি এসি এবং ফার্ণিচার দেয়ার ঘোষণা দেন সাংসদ।
আবদুল্লাহ মামুন/ আল / দীপ্ত সংবাদ