শনিবার, মে ৩, ২০২৫
শনিবার, মে ৩, ২০২৫

আনচেলত্তিকে নতুন করে সময় বেঁধে দিল ব্রাজিল

ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা পাকাপাকি হয়ে যাওয়ার পরও কার্লো আনচেলত্তির সেই চুক্তি ভেস্তে যাওয়ার পথে; মাদ্রিদের সঙ্গে আর্থিক বিষয় নিয়ে জটিলতার কারণেই ব্রাজিলকে দেওয়া কথা তিনি রাখতে পারছেন না বলে একাধিক ইউরোপীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

তবে নতুন খবর হলো, এই ইতালিয়ান কোচকে পাওয়ার আশা নাকি এখনও ছাড়েনি লাতিন আমেরিকার দেশটি।

সূত্রের বরাত দিয়ে এসপিএন জানিয়েছে, লা লিগার চলতি মৌসুম শেষ হওয়া পর্যন্ত আনচেলত্তির জন্য অপেক্ষা করতে চায় ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)

লা লিগায় মাত্র পাঁচটি ম্যাচ বাকি রয়েছে রিয়াল মাদ্রিদের। এই মুহূর্তে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট কম নিয়ে দুইয়ে রয়েছে আনচেলত্তির দল। এর মাঝে আগামী ১১ মে মৌসুমের শেষ এল ক্লাসিকোয় মুখোমুখি হবে দলদুটি। আগামী ২৪ বা ২৫ মে সান্তিয়াগো বের্নাবেউতে শেষ লিগ ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচসহ বাকি ম্যাচগুলো জিততে পারলে হিসাব উল্টেও দিতে পারে মাদ্রিদ জায়ান্টরা।

এমন বাস্তবতায় আগামী ২৬ মে পর্যন্ত অপেক্ষা করা হবে বলে আনচেলত্তিকে জানিয়ে দিয়েছে সিবিএফ। তবে রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত তাকে ছাড়বে কি না, সেই আশঙ্কার কথা মাথায় রেখে ফেডারেশন বিকল্পও ভেবে রেখেছে।

সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের কোচ হোর্গে হেসুস ও ব্রাজিলের ক্লাব পালমেইরাসের কোচ আবেল ফেরেইরা তাদের পছন্দের তালিকায় রয়েছে বলে ইএসপিএনের খবরে বলা হয়েছে।

গত শনিবার (২৬ এপ্রিল) রাতে চরম উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকো ফাইনালে বার্সেলোনার কাছে ৩২ গোলে হেরে কোপা দেল রের শিরোপা হাতছাড়া হয় রিয়াল মাদ্রিদের। তার আগে গত ১৬ এপ্রিল আর্সেনালের কাছে দ্বিতীয়বার হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয় গতবারের চ্যাম্পিয়নদের।

এছাড়া বার্সেলোনার কাছেই স্প্যানিশ সুপার কাপ খোয়ানোর পর লা লিগায়ও খুব বেশি সুবিধাজনক অবস্থানে নেই আনচেলত্তির দল। তাছাড়া একের পর এক দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে পড়ায় লা লিগা শিরোপা ধরে রাখা আরও কঠিন হয়ে পড়েছে রিয়ালের। এর ফলে শিরোপাহীন এক মৌসুম কাটানোর আশঙ্কায় ভুগছে ইউরোপের অত্যন্ত প্রভাবশালী এই ক্লাবটি।

একের পর এক শিরোপা হাতছাড়া হওয়ায় পুরো মৌসুমজুড়ে মাঝেমধ্যেই রিয়াল মাদ্রিদের ডাগআউটে আনচেলত্তির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার রাতেই তিনি তাৎক্ষণিক বরখাস্ত হতে পারেন বলে গুঞ্জন ওঠে। তেমন কিছু হলে সবসময় তৈরি আছেন বলেও সাংবাদিকদের জানিয়েছিলেন আনচেলত্তি। তবে কোপা দেল রের ফাইনাল পর্যন্ত দেখার অপেক্ষায় ছিল সবাই। এমনকি এই ট্রফিটি জিততে পারলে চুক্তির বাকি সময়টুকুও, অর্থাৎ ২০২৬ সালের জুন পর্যন্ত তিনি রিয়ালে টিকে যেতে পারেন বলে সমালোচক মহলে আলোচিত হয়। কিন্তু হতাশাজনক হারে সব হিসাব পাল্টে যায়।

এর মাঝে গত সোমবার (২৮ এপ্রিল) খবর চাউর হয় যে, বরখাস্ত হওয়া তো পরের কথা, তিনি নিজেই নাকি রিয়াল মাদ্রিদ ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এমনকি রিয়াল কর্তৃপক্ষকে তিনি তার সিদ্ধান্তের ব্যাপারে​_ও নাকি জানিয়ে দিয়েছিলেন।

তবে দুদিন পর ফের নাটকে আসে নতুন মোড়। জানা যায়, রিয়ালকে চুক্তির বাকি মেয়াদের অর্থ পরিশোধ করার কথা বলেছিলেন আনচেলত্তি। তবে তা দিতে অস্বীকৃতি জানান ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। এমনকি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে আনচেলত্তিকে দলে ভেড়াতে চাইলে ক্ষতিপূরণ হিসেবে সিবিএফকে অর্থ পরিশোধ করতে হবে বলেও জানানো হয় এই কোচকে।

এই জটিলতায় আনচেলত্তির ব্রাজিলে যাওয়ার পথ রুদ্ধ হয়ে যায়। সিবিএফ অবশ্য আগেই জানিয়েছিল যে, জুনজুলাইয়ে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে যদি আনচেলত্তি ব্রাজিলে যেতে না পারেন, তবে বিকল্প পদক্ষেপ নেবে তারা।

তবে দীর্ঘদিন ধরে এই ইতালীয় কোচকে পাওয়ার আকাঙ্ক্ষা ব্রাজিলের। শেষে এসে সহজেই তাই হাল ছেড়ে দিতে চায়নি কর্তৃপক্ষ। তাই ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ডাগআউটে তাকেই দেখার সাধ পূরণের লক্ষ্যে শেষ আরও একটি সুযোগ দিল ফেডারেশন।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More