সূচকের পতন দিয়ে শেষ হয় দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন । সপ্তাহের তৃতীয় কার্যদিবসে উত্থান ও পতনের মধ্যে দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শুরু হয়। এদিন সকাল দশটায় লেনদেন শুরু হওয়ার কিছু্ক্ষন পরই ডিএসই‘র মূল্য সূচক ৫ হাজার ২৪০ পয়েন্টে উঠে ।
পরে সূচক নিম্নগামী হতে থাকে। বেলা ১১টার দিকে মূল্য সূচক আজকের দিনের সর্বোচ্চ অবস্থানে অর্থ্যাৎ ৫ হাজার ২৪২.৪৭ পয়েন্টে পৌঁছেছে । দিনে সূচকের সর্বনিম্ন অবস্থান ছিল ৫২০৩.১৯ পয়েন্ট ।দিন শেষে আজকে ডিএসই‘র অবস্থান হয় ৫২০৮.২১ পয়েন্ট, যা গতকালকের অবস্থানের তুলনায় ১৬.৩৮ পয়েন্ট কম।
মোট লেনদেন :
বুধবার ডিএসইর হাতবদল হওয়া মোট ৪০৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৫টির। কমেছে ২৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ারের দাম । দিন শেষে হাত বদল হওয়া শেয়ারের সংখ্যা ১৩ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৫৫২টি; যার মূল্য ৪০২ কোটি ৪৩ লাখ টাকা ।
লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে ৯.৮৬ শতাংশ মূল্য বৃদ্ধি পেয়ে প্রথম অবস্থানে রয়েছে মিথুন নিটিং । শেয়ারটি সর্বশেষ ১৫ দশমিক ৬০ টাকা দরে ক্লোজিং হয় । মোট হাতবদল হওয়া শেয়ারের সংখ্যা ৪৪ লক্ষ ১৫ হাজার ২১ টি ।
দর বৃদ্ধির শীর্ষ ১০টি কোম্পানির তালিকায় রয়েছে– মিথুন নিটিং, আনোয়ার গ্যালভানইজিং, স্ট্যান্ডর্ড সিরামিকস, পাওয়ার গ্রীড, রবি আজিয়াটা, আলহাজ টেক্সটাইল, দেশ গার্মেন্টস, আইএসএনএলটিডি, মিডল্যান্ড ব্যাংক, প্রিমিয়ার লিজিং ।
দর হারানোর তালিকায় শীর্ষ ১০টি কোম্পানি– হিমদ্রী, সাফকোস্পিন,খুলনা প্রিন্টিং, ফ্যামিলি টেক্স, ইনডেক্স এগ্রো, এইচআর টেক্সটাইল, নিউলাইন এবং হামি ।
আজকের লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটার শেয়ার। হাতবদল হওয়া শেয়ারের সংখ্যা ৮৪ লাখ ৫২ হাজার ১৭৭ টি । ৪ হাজার ৬১৫ বার শেয়ারটির লেনদেন হয়। লেনদেনের শীর্ষে থাকা অন্য শেয়ারগুলো হল– বিএসসি, অগ্নিসেল, আইবিসি, একমি ল্যাব,অরিওন ইনফিউসন, জিপি, আনোয়ার গ্যালভানাইজিং, ফাইনফুড ও ড্রাগন সোয়েটার লিমিটেড ।
মো. শহিদুর রহমান / এজে / দীপ্ত