অস্বাস্থ্যকর পরিবেশে রোজার ইফতার সামগ্রী তৈরী ও মুল্য কেটে বেশি দামে ওষুধ বিক্রি করার অভিযোগ রবিবার ( ৩১ মার্চ) দুপুরে ফেনী শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মিয়ার নেতৃত্বে ফেনী শহরের ট্রাংক রোডে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে রোজার ইফতার সামগ্রী তৈরী করায় সৌদিয়া রেস্টুরেন্টেকে ৪ হাজার টাকা, আল–ফাহাম রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও মুল্য কেটে বেশি দামে ওষুধ বিক্রি করায় মেডিশপ ফার্মেসীকে ১০ হাজার টাকাসহ মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ফেনীস্থ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউসার মিয়া জানান, জনস্বার্থে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মামুন / আল / দীপ্ত সংবাদ