নারী শ্রম বাজারের ফলাফল সম্পর্কে জ্ঞানবৃদ্ধিতে অবদান ও লিঙ্গবৈষম্য নিয়ে গবেষণার জন্য অর্থনীতিতে ২০২৩ সালের নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লদিয়া গোল্ডিন।
সোমবার (৯ অক্টোবর) স্থানীয় সময় বিকাল পৌনে ৪টার দিকে স্টকহোমে ২০২৩ সালের অর্থনীতি শাখার নোবেলজয়ী হিসেবে মার্কিন এই অর্থনীতিবিদ ও অধ্যাপকের নাম ঘোষণা করে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স।
নোবেল কমিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলছে, কয়েক শতক ধরে নারীদের উপার্জন ও শ্রমবাজারে তাদের অংশগ্রহণের বিষয়ে প্রথম সামগ্রিক চিত্র তুলে ধরেছেন অর্থনীতি বিদ্যায় এবারের নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিন। আর্কাইভস থেকে ঐতিহাসিক উপাত্ত খুঁজে, একত্রিত করে এবং সংশোধন করে তিনি নতুন এবং আশ্চর্যজনক তথ্য উপস্থাপন করতে সক্ষম হয়েছেন।
ক্লদিয়া গোল্ডিনের জন্ম ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে এবং তার রেখে যাওয়া অর্থে দেয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে এ পুরস্কার দেয়া শুরু হয়।
পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি। ১৯৬৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫৫ বার অর্থনীতিতে নোবেল দেওয়া হয়েছে। ২৬টি পুরস্কার এককভাবে একজনকে দেওয়া হয়েছে।
ক্লদিয়াসহ এ পর্যন্ত তিনজন নারী অর্থনীতিতে নোবেল পেয়েছেন।
এসএ/দীপ্ত নিউজ