২৯
ফিলিস্তিনের গাজার অর্ধেক মানুষ অভুক্ত থাকছে। সেখানে পর্যাপ্ত খাবার নেই।
গাজা পরিদর্শনের পর এমনটাই জানিয়েছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির উপপরিচালক কার্ল স্কাউ।
গাজায় চলমান ইসরায়েলি হামলায় গত ৩৪ ঘণ্টায় ৩১০ জন নিহত হয়েছে। এ নিয়ে সেখানে ১৭ হাজার ৭০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র
এদিকে, কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলের কাছে ট্যাংকের ১৪ হাজার গোলা বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
গতাকল এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা দপ্তর– পেন্টাগন এ কথা জানিয়েছে।
এসএ/দীপ্ত নিউজ