বিজ্ঞাপন
শনিবার, জুলাই ১২, ২০২৫
শনিবার, জুলাই ১২, ২০২৫

অপো ফাইন্ড এন৫: ফোল্ডেবল ডিভাইসে আল্ট্রা-থিন ডিজাইন ও অবিশ্বাস্য ডিউরেবিলিটি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

স্মার্টফোনের অভিজ্ঞতার সঙ্গে ট্যাবলেটের মতো বড় ডিসপ্লেকে একত্রিত করে বুকস্টাইল ফোল্ডেবলগুলো; ফলে, এগুলো সাধারণ ফোনের মতো পাতলা ও টেকসই হয় না। তবে অপোর নিয়ে আসা ফাইন্ড এন৫ এই ধারণাকে অতিক্রম করে গেছে। পাতলা ও টেকসই ফোল্ডেবল তৈরির প্রযুক্তি না থাকায় অপো নিজেই উদ্ভাবনী সমাধান নিয়ে হাজির হয়েছে। আর এই উদ্ভাবনের কারণেই অপো ফাইন্ড এন৫ ডিভাইসটি একইসাথে স্মার্টফোন ও ট্যাবলেট, এই দুইয়ের অভিজ্ঞতা নিশ্চিত করতে পারছে। পাশাপাশি হালকা, পাতলা, দীর্ঘস্থায়ী ও টেকসই নির্ভরযোগ্যতাও নিশ্চিত করতে পারছে।

বিশ্বের সবচেয়ে পাতলা বুকস্টাইল ফোল্ডেবল স্মার্টফোন

মাত্র ৮.৯৩ মিলিমিটার পুরুত্বের ফাইন্ড এন৫ বিশ্বের সবচেয়ে পাতলা বুকস্টাইল ফোল্ডেবল ফ্ল্যাগশিপ। এটি এর কাছাকাছি প্রতিযোগী ফোল্ডেবল ডিভাইসের তুলনায় ২৬ শতাংশ পাতলা। ভাঁজ করা অবস্থায়ও এটি ৯ মিলিমিটারের কম পুরুত্বে থাকে এমন প্রথম ফোল্ডেবল। আর খোলা অবস্থায় এটি মাত্র ৪.২১ মিলিমিটার পাতলা, যা কাস্টমডিজাইন উপাদান ব্যবহারের মাধ্যমে সম্ভব হয়েছে। খোলা অবস্থায় এটি বিশ্বের সবচেয়ে পাতলা ডিভাইসগুলোর মধ্যে অন্যতম।

ফাইন্ড এন৫ এখন পর্যন্ত সবচেয়ে হালকা বুকস্টাইল ডিভাইস, যার ওজন মাত্র ২২৯ গ্রাম। এটি এর কাছাকাছি প্রতিযোগীর তুলনায় অন্তত ১০ গ্রাম হালকা; যার ওজন যেকোনো ফ্ল্যাগশিপ ডিভাইসের ওজনের কাছাকাছি। এই হালকাপাতলা ফোনটি হাতে ধরে ব্যবহারের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে এবং সাধারণ স্মার্টফোনের মতো খুব সহজেই পকেট বা ব্যাগে ফিট হয়।

হালকাপাতলা অথচ টেকসই ও শক্তিশালী

হালকাপাতলা গঠন, অথচ একইসাথে টেকসই ও শক্তিশালী হয়ে ওঠার ক্ষেত্রে ফাইন্ড এন৫এর প্রতিটি দিক খুব সূক্ষ্মভাবে ডিজাইন করা হয়েছে। ডিভাইসটিতে সর্বাধুনিক ও টেকসই টাইটানিয়াম অ্যালয় ফ্লেক্সন হিং (কব্জা) ব্যবহার করা হয়েছে। এর হিং কভার ও উইং প্লেট দুটিই অ্যারোস্পেসগ্রেডের গ্রেড ৫ টাইটানিয়াম অ্যালয় থেকে থ্রিডি প্রিন্ট করা। ফলে এই ডিভাইসে ব্যবহৃত হিং এর আগের প্রজন্মের তুলনায় ৩৬ শতাংশ বেশি দৃঢ় ও ২৬ শতাংশ পর্যন্ত আকারে ছোট।


এছাড়াও, ফাইন্ড এন৫ টিইউভি রাইনল্যান্ড রিলায়েবল ফোল্ডিং সার্টিফিকেশন অর্জন করেছে; যা ৫০ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত ১ লক্ষ বার ভাঁজ খোলার পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব অর্জনের পরিচয় বহন করে। এই সার্টিফিকেশন ব্যবহারকারীদের জন্য দীর্ঘস্থায়ী নির্ভরযোগ্যতা এবং কঠিন পরিস্থিতিতে মসৃণ ফোল্ডিং কর্মক্ষমতা নিশ্চিত করে। এর ফ্রেম কাস্টমাইজড ৭০০০সিরিজ অ্যালুমিনিয়াম থেকে তৈরি, যা আগের প্রজন্মের চেয়ে ৩০ শতাংশ বেশি শক্তিশালী।

এর উন্নত অ্যারোস্পেসগ্রেডের ফাইবার থেকে তৈরি ব্যাক কভার ৪৩ শতাংশ পাতলা এবং ড্রপ টেস্টে আরও বেশি স্থিতিস্থাপক। ডিভাইসটির ভেতরে ব্যাটারি কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার ও অ্যালুমিনিয়ামসিরামিক কম্পোজিট। ফলে এটি একইসাথে শক্তির সক্ষমতা বৃদ্ধি করে আবার, জায়গার পুরুত্বও কমিয়ে আনে। এর কোয়াডস্ট্যাকিং মাদারবোর্ড আগের প্রজন্মের তুলনায় ২০ শতাংশ পাতলা ও ৩১ শতাংশ পর্যন্ত আকারে ছোট।

অভ্যন্তরীণ ডিসপ্লের স্থায়িত্ব নিশ্চিত করতে ফাইন্ড এন৫এ ডুয়েল শিল্ডেড ফ্লেক্সিবল স্ক্রিন ব্যবহার করা হয়েছে, যেখানে দুইটি সুরক্ষার স্তর রয়েছে। ইলাস্টোমার উপাদান থেকে তৈরি এর এক্সক্লুসিভ অ্যান্টিশক ফিল্ম ডিভাইসটিকে ক্ষতিকর ফোর্স থেকে সুরক্ষিত রেখে। এটি ৭০ শতাংশ পর্যন্ত শক প্রতিরোধ সক্ষমতা নিশ্চিত করতে ভূমিকা রাখে।

ওয়াটার রেজিজট্যান্স সহ প্রথম ফোল্ডেবল 2/2

ফাইন্ড এন৫ আইপিএক্স৬, আইপিএক্স৮ ও আইপিএক্স৯ সার্টিফিকেশন অর্জনকারী বিশ্বের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন। এটি বৃষ্টি বা পানিতে পড়ে যাওয়ার মতো বাস্তব জীবনের পরিস্থিতি অনায়াসে মোকাবিলা করতে পারে। এই ওয়াটার রেজিজট্যান্সের জন্য ফাইন্ড এন৫ একটি উদ্ভাবনী মাল্টিলেয়ার ওয়াটারপ্রুফ স্ট্রাকচার ব্যবহার করে, যেখানে অ্যাডহেসিভ ব্যাকিং ও নিখুঁত ডিসপেনসিং একটি সুরক্ষিত বন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অত্যাধুনিক উপকরণ, নির্ভুল ইঞ্জিনিয়ারিং এবং উন্নত কাঠামোগত ডিজাইনের মাধ্যমে ফোল্ডেবল স্মার্টফোনের ধারণাকেই বদলে দিয়েছে অপো ফাইন্ড এন৫। ধারাবাহিক উদ্ভাবনের মাধ্যমে ফাইন্ড এন সিরিজের ফোল্ডেবলগুলো প্রথমবারের মতো নির্ভরযোগ্য ডিভাইসে রূপান্তরিত হয়েছে। ফোনটি প্রমাণ করেছে যে, ফোল্ডেবল হলেও হালকাপাতলা ডিজাইনের এবং একইসাথে, টেকসই ও দীর্ঘস্থায়ী হওয়া সম্ভব।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More