রবিবার, এপ্রিল ২০, ২০২৫
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

অপারেশন ডেভিল হান্টে আরও ৭৪৩ জন গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং অন্যান্য মামলা ও ওয়ান্টেমূলে ১ হাজার ৬৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার হয়েছেন ৭৪৩ জন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত থেকে এখন পর্যন্ত ১ হাজার ৬৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন ৭৪৩ জন এবং অন্যান্য মামলা ও ওয়ান্টেমূলে গ্রেপ্তার করা হয়েছে ৯১৪ জন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে শুটারগান ১টি, কার্তুজ ১টি ও চাকু ২টি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু হয়।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More