প্লাস্টিকের বোতল ও মোড়ক বাংলাদেশের মাটি-পানি ও পরিবেশের ব্যাপক দূষণ ঘটাচ্ছে। সঙ্গে রয়েছে সিগারেটের পরিত্যক্ত অংশ। রাজধানীতে প্লাস্টিক ও সিগারেটের পরিত্যক্ত অংশ দিয়ে নির্মিত ভাস্কর্যের প্রদর্শনীতে এ বিষয়টি উঠে আসে।
মাছের এই প্রতিকৃতি তৈরি করা হয়েছে প্ল্যাস্টিকের বোতলে। বেদি নির্মিত হয়েছে সিগারেটের ফিল্টারে। একইভাবে তৈরি হয়েছে সামুদ্রিক কচ্ছপের প্রতিকৃতি। প্লাস্টিকের বর্জ্য খেয়ে মাছ ও কচ্ছপের মৃত্যু হচ্ছে। গাছের গুঁড়ি ও সিগারেটের ভাস্কর্য তৈরি করা হয়েছে সিগারেটের ফিল্টার দিয়ে।
রাজধানীর মহাখালীর টিএনটি মাঠের এই প্রদর্শনীর উদ্দেশ্য- প্লাস্টিকের দূষণরোধে মানুষকে সচেতন করা। এই প্রতিকৃতিগুলো তৈরি করা হয়েছে ৩০ টন প্লাস্টিক বোতলে। ”সেভ আর্থ সেভ বাংলাদেশ” শিরোনামে ১০ দিনের এই আয়োজনে দেখানো হয়েছে পরিবেশ দূষণের ভয়াবহতা।
ঢাকা উত্তরের মেয়র জানালেন, প্ল্যাস্টিক বর্জ্যের কারণে নগরীর ড্রেন ও খালে মাছচাষ সম্ভব হচ্ছে না। পরিবেশকর্মীরা বলছেন, প্রকৃতির দূষণ ঠেকাতে সরকার ও জনগণ দায়িত্বশীল আচরণ না করলে, ভবিষ্যতে বড় ধরনের বিপদের মুখোমুখি হতে হবে।