রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বইমেলায় শফিক হাসানের ২ বই

দীপ্ত নিউজ ডেস্ক
7 minutes read

অমর একুশে বইমেলা ২০২৪এ প্রকাশিত হয়েছে শফিক হাসানের ২টি বই। শিশুতোষ গল্পগ্রন্থ ‘নতুন জামার আনন্দ’। প্রকাশক: কিডজ কারাভান। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শাহীনুর আলম শাহীন। বইটি পাওয়া যাচ্ছে ৬২৫ নম্বর স্টলে (শিশু চত্বর)। মুদ্রিত মূল্য ২৫০ টাকা।

অন্য বইটির নাম ‘ইট ছুড়লে পাটকেল ফ্রি’। এটি রম্যগল্প গ্রন্থ। প্রকাশ: পুণ্ড্র প্রকাশন। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন জনপ্রিয় শিল্পী আহসান হাবীব। বইমেলায় পাওয়া যাচ্ছে ১৪১ নম্বর স্টলে। মুদ্রিত মূল্য ২৮০ টাকা।

দুটি বইই বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী ২৫ শতাংশ কমিশন বাদ দিয়ে আরও কমে কিনতে পাওয়া যাবে।

নতুন জামার আনন্দ’ বইয়ে রয়েছে ৩টি গল্প। শিশু মনস্তত্ত্বে যেন ইতিবাচক রেখাপাত করে, এসব বিষয় সচেতনভাবে মাথায় রেখেই গল্পগুলো লেখা হয়েছে। ‘ইট ছুড়লে পাটকেল ফ্রি’ ছোটবড় সব শ্রেণির পাঠকের বই। সমকালীন নানান অসঙ্গতি, অব্যবস্থাপনা, উল্টোপথের হাঁটার অপসংস্কৃতির মতো বিষয়গুলো ব্যঙ্গবিদ্রুপের মাধ্যমে তুলে ধরা হয়েছে বইয়ে স্থান পাওয়া ২০টি রম্যগল্পে।

আরও পড়ুন: রুবাইদা গুলশানের ‘জোছনাময়ী’

লেখক শফিক হাসান বলেন, আপাতত এই ২ বই মেলায় এসেছে। আরও দুইতিনটি বই জমা আছে প্রকাশকের দপ্তরে। সেসব বই মেলায় আনা বা নাআনার প্রকাশকদের সিদ্ধান্ত। অনেক প্রকাশকের জন্যই যেহেতু প্রকাশনা লাভজনক ব্যবসা হয়ে উঠতে পারেনি এখনো, তাই সিদ্ধান্ত নিতে তাদের ভাবতে হচ্ছে বারবার। এড়াতে চাচ্ছেন আর্থিক ঝুঁকি। তবে নতুন আর কোনো বই প্রকাশিত না হলেও সেসব নিয়ে চিন্তাগ্রস্ত নন বলে জানান শফিক হাসান।

অমর একুশে বইমেলার ইতিবাচক দিক উল্লেখ করে লেখক আরও বলেন, বইমেলা আমাদের প্রাণের উৎসব। এই উপলক্ষে বই প্রকাশিত হলে নিঃসন্দেহে ভালো লাগে। মেলার মাঠে হাঁটতে হাঁটতে দেখা হয়ে যায় বন্ধুশুভানুধ্যায়ীসহ বরেণ্য লেখকদের সঙ্গেও। অগ্রজঅনুজ মিলে সর্বজনীন এক মিলনমেলা এটি। এসব নিঃসন্দেহে পরম ভালোলাগার বিষয়।

প্রসঙ্গত, নতুন ২ বইসহ শফিক হাসানের প্রকাশিত বইয়ের সংখ্যা ২৪টি। অন্য কয়েকটি বই পাওয়া যাচ্ছে বইমেলার অনুপ্রাণন প্রকাশন, মুক্তদেশ, সাহিত্যদেশ, আনন, টাঙ্গন, দেশ পাবলিকেশন্স, শুদ্ধপ্রকাশ, চন্দ্রবিন্দু, ছোটদের সময় (শিশু চত্বর) স্টলে।

 

 

 

আল / দীপ্ত সংবাদ

 

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More